Monday , April 23 2018
Home / ইসলাম ও জীবন / নারীদেরকে ভিন্ন চোখে দেখা মহানবীর দৃষ্টিভঙ্গির সাথে সাংঘর্ষিক : সৌদি যুবরাজ

নারীদেরকে ভিন্ন চোখে দেখা মহানবীর দৃষ্টিভঙ্গির সাথে সাংঘর্ষিক : সৌদি যুবরাজ

নারীদেরকে ভিন্ন চোখে দেখা মহানবীর দৃষ্টিভঙ্গির সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন টেলিভিশন চ্যানেল- ‘সিবিএস’ এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সৌদি নারীদের অবাধ স্বাধীনতা দেয়ার ব্যাপারে এই প্রথমবার জনসম্মুখে মুখ খুললেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় ৩২ বছর বয়সী এই যুবরাজের সাক্ষাৎকার নেন উপস্থাপিকা নোরাহ ও’ডনেল। এসময় সৌদি আরবের পররাষ্ট্রনীতি, যুগের পর যুগ ধরে চলা আসা রাষ্ট্রীয় নানা নিয়মের পরিবর্তন, ইরানের সাথে সম্পর্ক এবং পরমাণু ইস্যুতে কথা বলেন যুবরাজ।

আদৌ কি সৌদি আরবের নারীরা পুরুষের সমান সম্মান পাবেন?- এই প্রশ্নের উত্তরে সালমান জানান- সবাই সৃষ্টিকর্তার তৈরি মানুষ, কিন্তু স্বার্থান্বেষী কিছু মহল নারী-পুরুষে ভেদাভেদ টেনেছে। তিনি আরও বলেন, ইসলাম ধর্মেই স্পষ্টভাবে নারীর পোশাক কি হবে, সেই বর্ণনা দেয়া আছে। তারজন্য, সমাজের আলাদা নীতিমালা প্রণয়নের প্রয়োজন নেই।

Check Also

মুসলিম পুরুষরা কি অমুসলিম নারীদের বিয়ে করতে পারবেন?

আমাদের সমাজে অনেক মুসলমানই আছেন যারা ভিন্ন ধর্মের নারীদেরকে বিবাহ করতে চায়। বিশেষ করে অনেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *